ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

জাতীয়

খেলতে খেলতে পুকুরে ডুবে গেলো দুই ভাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, ডিসেম্বর ১৪, ২০২২
খেলতে খেলতে পুকুরে ডুবে গেলো দুই ভাই

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার কুশবাড়িয়া গ্রামে পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে কাফিন হোসেন (৮) ও শাফিন হোসেন (৫) নামে দুই সহোদর।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

নিহত কাফিন ও শাফিন ওই গ্রামের মো. শিপন মুন্সির ছেলে। এর মধ্যে কাফিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

প্রতিবেশী হাবিব জানান, কাফিন স্কুল থেকে বাড়ি ফিরে ড্রেস খুলে ছোট ভাই শাফিনের সঙ্গে বাড়ির পাশে পুকুরের ধারে খেলা করছিল। এক পর্যায়ে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে ভেসে ওঠে দুই সহোদর। পথচারী তাদের মরদেহ পানিতে ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাল্গুনী রানী সাহা তাদের মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) রুজু করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।