ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

ফতুল্লায় ফ্যানে ঝুলছিল নারীর লাশ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৮, ডিসেম্বর ১২, ২০২২
ফতুল্লায় ফ্যানে ঝুলছিল নারীর লাশ 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় শারমিন আক্তার নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ ডিসেম্বর) ফতুল্লার মাসদাইর বড় কবরস্থান এলাকার নিজ বাড়ির একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত শারমিন আক্তার (২৮) ওই এলাকার সুজন সরকারের স্ত্রী।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ জানান, নিজ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে শারমিনের মরাদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শারমিন আক্তার মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছে। তার মৃত্যুর কারণ পরিবারের কেউ বলতে পারছে না। তবে ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
এমআরপি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।