ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৩, ডিসেম্বর ৮, ২০২২
রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত

খাগড়াছড়ি: ৮ ডিসেম্বর, রামগড় হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশীয় দোসরদের সহায়তায় রামগড় উপজেলায় অগ্নিসংযোগ, লুটপাট, বহু নারীকে ধর্ষণসহ হাজার হাজার নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও পুষ্পমাল্য অর্পণ শেষে বিজয় ভাস্কর্য প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি।

সভায় আরও বক্তব্য রাখেন, পৌর মেয়র রফিকুল আলম কামাল, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও কাউন্সিলর জসিম চৌধুরীসহ প্রমুখ।

বাংলাদেশে সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
এডি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।