ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

মালয়েশিয়া

হুমায়ুন স্মৃতি পরিষদের আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৬, জুলাই ১৬, ২০১৫
হুমায়ুন স্মৃতি পরিষদের আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মালয়েশিয়া: মালয়েশিয়ায় হুমায়ুন আহমেদ স্মৃতি সাহিত্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার কুয়ালালামপুর বুকিত বিনতান রেস্টুরেন্টে এ আলোচনা সভার আয়োজন করা হয়।



হুমায়ুন আহমেদ স্মৃতি সাহিত্য সংস্কৃতি পরিষদ মালয়েশিয়া শাখার সভাপতি শেখ শরিফ আহমেদ রাজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- বি. বাড়িয়া সমিতির সভাপতি নাজমুল ইসলাম বাবুল, চলচ্চিত্র ভিলেন অভিনেতা ব্রাউন সোহেল, ব্যবসায়ী আবু বকর নিজামী, শেখ আল মামুন, স্মৃতি আয়েশা আমানি বিনতে আব্দুল্লাহ প্রমুখ।
 
আলোচনা সভায় হুমায়ুন আহমেদের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।   মোনাজাত পরিচালনা করেন হাসান মিঠু।

বাংলাদেশ সময়: ০৬৫৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫     
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ