ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

মালয়েশিয়া

মালয়েশিয়ায় ৩ দিনে ১৫ এটিএম অ্যাকাউন্ট হ্যাকড

মাহমুদ খায়রুল,কুয়ালালামপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, সেপ্টেম্বর ৩০, ২০১৪
মালয়েশিয়ায় ৩ দিনে ১৫ এটিএম অ্যাকাউন্ট হ্যাকড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুয়ালালামপুর: গত তিনদিনে মালয়েশিয়ায় বিভিন্ন ব্যাংকের ১৫টি এটিএম হ্যাকড করা হয়েছে। এতে ডাক‍াতি করা হয়েছে প্রায় তিন মিলিয়ন রিঙ্গিত।


দেশের তিনটি ব্যাংকের প্রায় ৬টি এটিএম মেশিন থেকে এই টাকা হ্যাকড করা হয় বলে দেশটির পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, লাতিন আমেরিকা থেকে হ্যাকাররা অত্যাধুনিক সিম কার্ড এবং ইন্টারনেটের মাধ্যমে এই ডাকাতির ঘটনা ঘটানো হয়েছে।

একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, গ্রাহকদের অ্যাকাউন্ট তথ্য খোয়া যায়নি। পুলিশের বিশেষ সিআইডি টিম এই ঘটনার তদারকি করছেন।

সূত্র জানায়, মালয়েশিয়ার আফিন ব্যাংক, আল রাজি ব্যাংক এবং ব্যাংক ইসলামের প্রায় ১৫টি এটিএম মেশিন থেকে টাকা ডাকাতির ঘটনা ঘটে। এ নিয়ে মঙ্গলবার সন্দেহতীতদের ছবি প্রকাশ করেছে পুলিশের তদন্ত বিভাগ।

পুলিশ বলেছে, প্রথমে তারা গোপন ‘কী’ ফাইল দিয়ে এটিএম মেশিনের ওপরের দরজাটি খুলে, পরে একটি সিডি প্রবেশ করিয়ে মেশিন ভাইরাস সংক্রামিত করে সেখান থেকে এসব টাকা ট্রান্সফার করা হয়।

কুয়ালালামপুর, মালাক্কা পুলিশ এই হ্যাকার দলকে ধরতে বিশেষ অভিযানে তৎপর রয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ