ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

মালয়েশিয়া

মালয়েশিয়া থেকে দেশে টাকা পাঠান মারচেনট্রেডে

মাহমুদ খায়রুল, কুয়ালালামপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৪, সেপ্টেম্বর ২২, ২০১৪
মালয়েশিয়া থেকে দেশে টাকা পাঠান মারচেনট্রেডে

কুয়ালালামপুর (মালয়েশিয়া): মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশীদের জন্য সুখবর! সহজে বাংলাদেশে টাকা পাঠানোর সুবিধা নিয়ে আসছে মারচেনট্রেড মোবাইল। এ সেবা চালু হলে মোবাইলে টাকা লোড করার মাধ্যমে প্রবাসীরা সহজেই দেশে তাদের পরিবারের কাছে টাকা পাঠাতে পারবেন।

খুব শিগগিরিই সুবিধাটি চালু হচ্ছে।

যা প্রয়োজন সেটি হলো শুধুমাত্র একটি মারচেনট্রেডের মোবাইল সিমকার্ড। এরপর যেকোনো আউটলেট থেকে রেজিস্ট্রেশন করে নিন। তারপর শুরু করুন লেনদেন। শুধুমাত্র টাকা পাঠানো নয়, প্রতি মিনিট মাত্র ১৬ সেন্ট কলরেটে (৩ টাকা ৮৫ পয়সা) দেশে ফোনও করা যাবে।

একইসঙ্গে এখন মারচেনট্রেড মোবাইল সিমে ৩০ রিঙ্গিত রিচার্জে পাওয়া যাবে অতিরিক্ত ২০ রিঙ্গিত বোনাস।

বর্তমানে মালয়েশিয়ায় মারচেনট্রেডের ৬০টি শাখা রয়েছে। এসব শাখা থেকে প্রবাসীরা বর্তমানে বাংলাদেশের অনেক ব্যাংকের শাখা টাকা পাঠাতে পারছেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ