ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

মালয়েশিয়া

যদি ভাবো মরিচ তুমি । অমিয় দত্ত ভৌমিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৬, সেপ্টেম্বর ৯, ২০১৪

দেশ নিয়ে ভাবছো কেনো
তোমার কী দরকার!
ভাববার জন্যে আছেইতো
বিরোধীদল আর সরকার!!

তুমি আমি আমজনতা
রাজা ভাবলে কী চলবে!
যারা মানে রাজার নীতি
তারা তাহলে কী বলবে!!

শুনবে বেশি বলবে কম
নো কমেন্টস কোথাও!
গ্যারাকলে পড়ে গেলে
জুটতে পারে জুতাও!!

মিথ্যে বলুক সত্য বলুক
এটা রাজনীতিকদের বাক্য!
ভুলেও যেন হতে না যাও
ওসব কথার সাক্ষ্য!!

চশমা পড় সানগ্লাস পড়
দেখতে হবে ফর্সা!
মনে রেখো রাজার নীতিতে
নেই কারোর ভরসা!!

যদি ভাব মরিচ তুমি
এটাই হবে উত্তম!
ঘষুক পিষুক নেই পরোয়া
থাকলেই হলো দম!!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ