ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

মালয়েশিয়া

মালয়শিয়ায় হৃদরোগে এক বাংলাদেশির মৃত্যু

কায়সার হামিদ হান্নান,মালয়েশিয়া প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৭, আগস্ট ২১, ২০১৪
মালয়শিয়ায় হৃদরোগে এক বাংলাদেশির মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মালয়শিয়া: মালয়শিয়ার জহুর বারু প্রদেশের মোয়ার নামক স্থানে আব্দুল্লাহ আল মামুন রাসেল (৩০) নামে এক বাংলাদেশি শ্রমিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নানিল্লাহে...রাজেউন)।

গত ১৭ আগস্ট দিনগত রাতে মারা যান মামুন।

তিনি ফেনী জেলার দাগনভুয়াস্থ ডেউয়ালিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

ফেনী সমিতি সভাপতি ও মালয়েশিয়া বিশিষ্ট ব্যবসায়ী পেয়ার আহমাদ আকাশ বাংলানিউজকে জানান বৃহস্পতিবার  মামুনের মরদেহ দেশে পাঠানো হবে।  

তার মৃত্যুর সংবাদে সহপাঠীদের মধ্যে কান্নার রোল পরে।

প্রায় ৬/৭ বছর আগে মামুন ভাগ্য প্রসন্নে মালয়েশিয়া আসেন।  

২০ অ‍াগাস্ট মালয়েশিয়া সময় বাদ মাগরিব রাসেল এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক প্রবাসী সহ ফেনী সমিতি নেতৃবৃন্দ মামুনের জানাজায় উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ০৬১৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ