ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

লন্ডন

টিউলিপের জয়ে ভূমিকা রাখায় শেখ রেহানার কৃতজ্ঞতা

সৈয়দ আনাস পাশা, লন্ডন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২১, মে ১০, ২০১৫
টিউলিপের জয়ে ভূমিকা রাখায় শেখ রেহানার কৃতজ্ঞতা শেখ রেহানা

লন্ডন: মেয়ে টিউলিপ সিদ্দিকের ব্রিটিশ পার্লামেন্ট জয়ে ভূমিকা রাখায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা।

বাংলানিউজের মাধ্যমে তিনি টিউলিপের নির্বাচনী এলাকার ভোটার, লেবার পার্টি সমর্থক, ব্রিটেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশের জনগণসহ বিশ্ববাঙালির প্রতি এ কৃতজ্ঞতা জানান।



স্থানীয় সময় শনিবার (০৯ মে) বাংলানিউজের সঙ্গে এক কথোপকথনে শেখ রেহানা বলেন, লেবার পার্টি নেতাকর্মী, হ্যামস্টেড-কিলবার্নের ভোটার ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির অক্লান্ত পরিশ্রমেরই ফল আজকের এই বিজয়, বিজয়ের এই কৃতিত্বও তাই সবার।

এ সময় টিউলিপের ক্যাম্পেইনে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের অক্লান্ত পরিশ্রমেরও প্রশংসা করেন তিনি।

বঙ্গবন্ধু কন্যা বলেন, আমি জানি বাংলাদেশ, ব্রিটেন ও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত অগনিত মানুষ টিউলিপের বিজয়ে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন। অনেকে যার যার ধর্মমতে প্রার্থনাও করেছেন, বঙ্গবন্ধুর নাতনি যেন বিজয় ছিনিয়ে আনতে পারে। তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই।

আগামী পথ চলায় মেয়ে, নবনির্বাচিত ব্রিটিশ এমপি টিউলিপের জন্য আবারও সবার দোয়া কামনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ০০২১ ঘণ্টা, মে ১০, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ