ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

পিবিএস এর দ্বিতীয় বর্ষপুর্তি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩১, মার্চ ২৫, ২০১২
পিবিএস এর দ্বিতীয় বর্ষপুর্তি

প্রায় ৩০০ জন শিশু কিশোর নিয়ে একটি ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের মাধ্যমে আয়োজন করা হয় পিবিএস এর দ্বিতীয় বর্ষপুর্তি। শুক্রবার অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মিডিয়া জগতের প্রখ্যাত নাট্যকার চয়নিকা চৌধুরী ও বিশিষ্ট গায়ক তপু।

প্রতিযোগীতা শেষে অতিথিরা শিশু কিশোরদের হাতে পুরষ্কার তুলে দেন। সবশেষে সবাই মিলে কেক কেটে দ্বিতীয় বর্ষপুর্তি উদ্যাপন করা হয়। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিবিএস এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবদুল্লাহ্ আল বাকী, পাঞ্জেরী পাবলিকেশনস্ লিমিটেড এর পরিচালক কামরুল হাসান শায়ক ও  পিবিএস এর প্রধান পরিচালন কর্মকর্তা মো: আলী আফজালসহ আরও অনেকে। ইতিমধ্যে পিবিএস এদেশের সর্ববৃহৎ এবং সর্বাধুনিক বুকশপ হিসেবে শিশু কিশোরসহ সকলের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে।

পিবিএস, ১৬ শান্তিনগর, ঢাকা। ফোন - ৯৩৪৫১৮৯

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।