ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

লাইফস্টাইল

এটিএন বাংলা আয়োজন করেছে লাইফস্টাইল শো ‘গ্লামার টাচ’

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৩, মে ৪, ২০১১

বাংলাভাষায় শ্রেষ্ঠকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী আসছে ২৫ বৈশাখ। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় দিবসটি পালন করবে সারা বিশ্বের বাঙ্গালী।

তারই ধারাবাহিকতায় এটিএন বাংলা আয়োজন করছে লাইফস্টাইল শো ‘গ্লামার টাচ’।

বৃহস্পতিবার সন্ধা ৬ টা ৩০ মিনিটে প্রচারিত ‘গ্লামার টাচ’ এ অন্যান্য নিয়মিত আয়োজনের পাশাপাশি স্পেশাল সেগমেন্ট ‘ফ্যাশন কিউ’ তে থাকছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহী কবি নজরুল মানসের প্রতিনিধিরূপ নারীরূপসজ্জা নিয়ে নির্মিত এক বিশেষ ফ্যাশন কিউ। এটি মূলত ধারণ করা হয় সম্প্রতি চট্টগ্রামে শুর হওয়া পারসোনার সপ্তম আউটলেটের উদ্বোধনী আয়োজনে।

এর পরিকল্পনা করেন খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার এমদাদ হক এবং এর কোরিওগ্রাফি করেন দেশের শীর্ষ কোরিওগ্রাফার লুনা।

গ্লামার টাচ শোটি প্রযোজনা এবং উপস্থাপনা করছেন বিশিষ্ট মডেল এবং প্রিয়মুখ কুইন।

‘বিউটিফিকেশন’ পর্বে বিউটি টিপ্স আর ‘জিম’ অংশে বিশেষ হেলথ টিপ্স তো থাকছেই।

পাশাপাশি, বাঙালির বিয়ের সাজ নিয়ে থাকছে বিশেষ আয়োজন। আরো থাকছে একজন খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার, একজন কোরিওগ্রাফার ও একজন ফটোগ্রাফার এর সাক্ষাৎকার।

lifestyle@banglanews24.com
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ০৪ মে, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।