ঢাকা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

লাইফস্টাইল

বড় ভাই হৃদয় খানের পথ ধরে ছোট ভাই প্রত্যয় খান

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, জুলাই ২৫, ২০১১

এই সময়ের টিনেজ শ্রোতাদের কাছে হৃদয় খান তুমুল জনপ্রিয়। অডিও আর স্টেজ প্রোগাম নিয়ে হৃদয় খান এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন।

বড়ভাই হৃদয় খানের পথ ধরে মাত্র চৌদ্দ বছর বয়সে ছোট ভাই প্রত্যয় খান একজন আত্মপ্রকাশ করতে যাচ্ছেন গায়ক ও সঙ্গীত পরিচালক হিসেবে ।

ঈদের আগে রোজার মাঝামাঝিতে অডিও লেজার ভিশনের ব্যানারে প্রত্যয় খানের প্রথম অ্যালবাম ‘প্রত্যয় খান্স এফএনএফ’ বাজারে আসছে। অ্যালবামটিদে মোট গান থাকছে আটটি। যার মধ্যে প্রত্যয় খান নিজে তিনটি গানে কন্ঠ দিয়েছেন। বাকি পাঁচটি গানে কন্ঠ দিয়েছেন ইমরান, প্রমিতি, প্রমা, নওমি ও অমিত। এ অ্যালবামের জন্য গান লিখেছেন মিলন মাহমুদ, গুঞ্জন চৌধুরী ও রাজভীর।

প্রত্যয় খানের বাবা রিপন খানও একজন সঙ্গীত পরিচালক। বড় ছেলের পর ছোট ছেলে প্রত্যয়ের সঙ্গীত পরিচালনা ও গান গাওয়া প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যয় সবসময়ই ক্রিকেট পাগল ছেলে। খেলাধূলাতেই সে সবচেয়ে বেশি মনোযোগী। কিন্তু গত প্রায় দেড় বছর ধরে সঙ্গীতের প্রতি তার আলাদা টান লক্ষ্য করছি। নিজে নিজেই সে একটু একটু করে মিউজিক কম্পোজিশনের কাজগুলো শিখে নেয় এবং গান গাওয়ার প্রতি তার  মনোযোগ বেড়ে যায়। শেষ পর্যন্ত প্রায় দশটি গান সে কম্পোজিশন করে ফেলে। সেখান থেকেই সেরা আটটি গান অ্যালবামে রেখেছি শ্রোতাদের জন্য। আমার বিশ্বাস গানগুলো শ্রোতাদের ভালো লাগবে। ’


নিজের প্রথম অ্যালবাম প্রসঙ্গে প্রত্যয় খান বলেন , ‘অ্যালবামটি শেষ করার পর মনে হলো যে কিছু একটা সৃষ্টি করতে পেরেছি। এখন তাই অনেক ভালো লাগছে। আশা করি আমার গান এবং কম্পোজিশন শ্রোতাদের ভালো লাগবে। ’ প্রত্যয় খান সম্পর্কে সঙ্গীত শিল্পী এবং এই এ্যালবামের গীতিকার মিলন মাহমুদ বলেন, প্রত্যয় অষ্টম শ্রেণীর ছাত্র। কিন্তু এতো ছোট ছেলে এতো চমৎকার মিউজিক কম্পোজিশন করে এটাই আমাকে খুব অবাক করেছে। ও যা করেছে সেটা সত্যিই  অভাবনীয়। ’ নিজের প্রথম অ্যালবামের নামকরণও করেছে প্রত্যয় খান নিজেই।

বাংলাদেশ সময় ১৫৪০, জুলাই ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।