ঢাকা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

লাইফস্টাইল

লিলি এবারের মিস ইংল্যান্ড

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০১, জুলাই ২১, ২০১১

এবারের মিস ইংল্যান্ড নির্বাচিত হলেন ২২ বছর বয়সী স্বর্ণকেশী এলাইজ লিলি মাউন্টার। ২০ জুলাই বার্মিংহাম মেট্রোপোল হোটেলে ২০১১ সালের মিস ইংল্যান্ডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে ৬৩ সুন্দরীর মধ্য থেকে বিজয়ের মুকুট ছিনিয়ে নেন এলাইজ লিলি মাউন্টার।



বিজয়ী হিসেবে লিলির নাম ঘোষনার সঙ্গে সঙ্গেই আনন্দে কেঁদে ফেলেন তিনি। লিলি এলাইজের মাথায় বিজয়ের মুকুট পড়িয়ে দেন গত বছরের মিস ইংল্যান্ড বিজয়ি জেসিকা লিনলি । প্রথম রানার আপ হন রিসিকাট বেড এবং দ্বিতীয় রানার আপ রেবেকা মরটন।

এলাইজ লিলি মাউন্টার মিস ইংল্যান্ড খেতাব বিজয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এ আনন্দ প্রকাশের কোন ভাষা খুঁজে পাচ্ছি না। আমি অভিভূত। সবাইকে অন্তর থেকে জানাই অনেক ধন্যবাদ’।

মিস ইংল্যান্ড খেতাব বিজয়ী হিসেবে চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবেন এলাইজ লিলি মাউন্টার।

মিস ইংল্যান্ড প্রতিযোগিতা এবার সহস্রাধিক প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল। ২০ জুলাই জমকালো আয়োজনে মধ্য দিয়ে গ্র্যান্ড ফিনালেতে অংশ নেন ৬৪ জন সুন্দরী। সবাইকে পেছনে ফেলে বিচারকদের রায়ে মিস ইংল্যান্ড ২০১১ নির্বাচিত হন এলাইজ লিলি মাউন্টার।

বাংলাদেশ সময় ২৩৫০, জুলাই ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।