ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

লাইফস্টাইল

মুম্বাই-ফেরত নিপুণ

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৪, জুন ২৯, ২০১১

ঢালিউডের নায়িকা নিপুণ মুম্বাইতে সপ্তাহখানেক কাটিয়ে দেশে ফিরলেন। মুম্বাইতে তিনি গিয়েছিলেন শুটিংয়ের কাজে।

তবে কোন ছবির শুটিংয়ে নয়। সম্প্রতি নতুন দুটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি। বিজ্ঞাপন দুটোর শুটিং হয়েছে মুম্বাইতে।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নিপুণ মডেলিংয়েও ব্যস্ত হয়ে উঠেছেন। মুম্বাইতে তিনি ওয়েস্টার্ণ টেলিভিশনের দুটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন।   নিপুণের একক উপস্থাপনায় জিঙ্গেল বেইজড নতুন এই দুটি বিজ্ঞাপনের নির্মাতা ভারতের খ্যতিমান নির্মাতা সৌনিক মিত্র।

বিজ্ঞাপনের শুটিং শেষে মুম্বাই থেকে দেশে ফিরে নিপুণ বাংলানিউজকে বলেন, এর আগেও ভারত গিয়ে একাধিক বিজ্ঞাপনের মডেল হয়েছি। তবে এবারই প্রথম মুম্বাই গিয়ে কাজ করা। প্রযুক্তিগতভাবে মুম্বাই অনেক অগ্রসর। সেখানকার অত্যাধুনিক স্টুডিওতে কাজ করতে আমার ভালো লেগেছে। দুটি বিজ্ঞাপনই বেশ সুন্দর হয়েছে। জিঙ্গেলের কথাও সুন্দর। আশা করছি বিজ্ঞাপন দুটো ভাল লাগবে দর্শকদের।

দেশে ফিরেই নিপুণ মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘গরীব’ এবং আশরাফুর রহমানের পরিচালনায় ‘তুমি আসবে বলে ভালোবাসবে বলে’ ছবির দুটো গানে অংশ নেন।

বর্তমাণে নিপুণ অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ছবির মধ্যে রয়েছে- শাহাদাত হোসেন লিটনের ‘আদরের জামাই’, শাহীন সুমনের পরিচালনায় ‘নবাবজাদা’, শাহজাহান চৌধুরীর ‘আত্মদান’, ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘অন্তর্ধান’ ও চাষী নজরুল ইসলামের ‘দুই পুরুষ’ । এছাড়াও শুটিং চলছে রকিবুল আলম রাকিবের ‘জান তুমি প্রাণ তুমি’, শাহীন কবির টুটুলের ‘এইতো ভালোবাসা’, বদিউল আলম খোকনের ‘বস নাম্বার ওয়ান’ প্রভৃতি ছবির।

বাংলাদেশ সময় ১৬৪০, জুন ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।