ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

ত্বকের পরিচর্যায় মুলতানি মাটি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৯, মে ৭, ২০২৪
ত্বকের পরিচর্যায় মুলতানি মাটি

তীব্র গরমের মধ্যে কাজের প্রয়োজনে সবাইকে কম-বেশি প্রতিদিনই বাইরে যেতে হয়। যার ফলে ত্বকে রোদে পোড়া ভাব যুক্ত হয়।

সানস্ক্রিন নিয়মিত ব্যবহারের পরেও অনেকের ট্যান পড়ে যাচ্ছে। এসব ট্যান আবার সহজে যেতে চায় না।

সেক্ষেত্রে ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে দেখতে পারেন। রূপচর্চায় মুলতানি মাটি বেশ জনপ্রিয় এক উপাদান। এটি ব্যবহার করেও ট্যান দূর করতে পারেন সহজেই।

১। তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটি, বেসন ও টমেটোর মিশ্রণ খুব ভালো কাজ করে। এ মিশ্রণ ত্বকের অতিরিক্ত তেল শুষে নেওয়ার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সহায়তা করে থাকে। মিশ্রণটি মুখে দিয়ে ১৫-২০মিনিট রেখে বা শুকিয়ে এলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

২। মুলতানি মাটি ত্বকের ক্লান্ত ভাব দূর করতেও সাহায্য করে। এজন্য মুলতানি মাটির সঙ্গে টক দই, ডিমের সাদা অংশ এবং কর্নফ্লাওয়ার মিশিয়ে মুখে লাগাতে পারেন। এ মিশ্রণ ত্বকের ক্লান্ত ভাব দূর করে ত্বক ঝলমলে রাখবে।

৩। শসার সঙ্গেও ব্যবহার করতে পারেন মুলতানি মাটি।

সঙ্গে গোলাপজল যুক্ত করুন এবং মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। এটি ত্বক সুস্থ রাখতে সাহায্য করে।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, মে ০৭, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।