ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আইন ও আদালত

মহেশপুরে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৪, সেপ্টেম্বর ৫, ২০২২
মহেশপুরে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন 

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামে শিশু ধর্ষণ মামলায় ধর্ষক হাফিজুর রহমানকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।  

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালে ২ নভেম্বর ফতেপুর গ্রামে ৮ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে প্রতিবেশী হাফিজুর রহমান। শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি জানালে ওই দিনই তার বাবা বাদী হয়ে হাফিজুরকে আসামি করে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে ওই বছরের ডিসেম্বরে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি হাফিজুরকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ নির্যাতিতাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।