ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আইন ও আদালত

পিরোজপুরে মাদক মামলায় বাবা-মা-ছেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৭, আগস্ট ২৯, ২০২২
পিরোজপুরে মাদক মামলায় বাবা-মা-ছেলের কারাদণ্ড

পিরোজপুর: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদক মামলায় মা-বাবা ও ছেলেকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

 

দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার উত্তর বোতলা গ্রামের মো. মোতালেব মাতুব্বর (৫৯), তার স্ত্রী মোসা. খাদিজা বেগম (৫৪) ও ছেলে মো. আমিনুল মাতুব্বর (২৯)।

আদালত সূত্রে জানা গেছে, ছেলে আমিনুল ও মা খাদিজাকে ৫ বছর, বাবা মো. মোতালেব মাতুব্বরকে ৩ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।  একইসঙ্গে উভয়কে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত  মা ও ছেলের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। তবে বাবা মোতালেব মাতুব্বর পলাতক ছিলেন।

জেলা আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জহুরুল ইসলাম জানান, ২০১৮ সালের ৯ আগস্ট পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে জেলার ভাণ্ডারিয়া উপজেলার পশ্চিম পশারীবুনিয়া কমিউনিটি ক্লিনিকের সামনে মাদক ক্রয় বিক্রয়ের সময় খাদিজা বেগম ও ছেলে আমিনুলকে আটক করে। এসময় মোতালেব মাতুব্বর দৌড়ে পালিয়ে যান। আটকের পর তল্লাশি করে খাদিজা এবং আমিনুলের কাছ থেকে ১০৪ পিস ইয়াবা জব্দ করেন জেলা গোয়েন্দা পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে স্থানীয় থানায় মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।