ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

আইন ও আদালত

পাসপোর্ট পেতে হাইকোর্টে আসিফের রিট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫০, আগস্ট ২৩, ২০২২
পাসপোর্ট পেতে হাইকোর্টে আসিফের রিট

ঢাকা : পাসপোর্ট অফিসে আবেদন করে না পেয়ে এ সংক্রান্ত ঘটনায় হাইকোর্টে রিট করেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। রিটে পাসপোর্ট দেওয়ার নির্দেশনা চেয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়।

আবেদনে গত ১১ নভেম্বর আবেদন করা ই-পাসপোর্ট দিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না এবং নতুন ই-পাসপোর্ট দিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রিটে স্বরাষ্ট্র সচিব, ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা অ্যান্ড ইমিগ্রেশন), পরিচালক (প্রশাসন ও অর্থ), পরিচালক (ই-পাসপোর্ট প্রকল্প), পরিচালক (বিভাগীয় ভিসা ও পাসপোর্ট অফিস,ঢাকা), যুগ্ম পরিচালকে (আঞ্চলিক পাসপোর্ট অফিস, টাকা) বিবাদী করা হয়েছে।

আসিফের আইনজীবী এম আনিসুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত বছরের ১১ নভেম্বর নতুন ই-পাসপোর্টের জন্য আবেদন করেন আসিফ। কিন্তু এখনও সেটি দেওয়া হয়নি। তাই তিনি রিট করেছেন।

বাংলাদেশ সময় : ১৯৫২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
ইএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।