ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আইন ও আদালত

ময়মনসিংহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, জুলাই ৫, ২০২২
ময়মনসিংহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন 

ময়মনসিংহ: ময়মনসিংহে ত্রিশাল উপজেলার তাইজুদ্দিন হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আদালত।

সেই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন-অহিদ মিয়া (৩৮), মোবারক হোসেন (৩৬) এবং মজনু মিয়া (২৬)। তারা ত্রিশাল উপজেলার কোনাবাড়ী ও সাখুয়া গ্রামের বাসিন্দা। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মোবারক হোসেন বর্তমানে পলাতক।  

অপর দুই আসামির উপস্থিতিতে মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সোহরাব উদ্দিন খান।

তিনি জানান,  ২০১২ সালের ১১ আগস্ট ত্রিশাল থানার কোনাবাড়ী নদীরপাড় এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।  

পরে ত্রিশাল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) শাহীনূর আলম এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ধার করে জানতে পারেন নিহতের নাম তাইজুদ্দিন (২২)।

তদন্তে ওই তিনজনের নাম উঠে আসে। তদন্ত শেষে ওই পুলিশ কর্মকর্তা এ হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে আসামি করে থানায় একটি এজাহার দায়ের করেন।    

পরে নিহতের বাবা নূরুল ইসলাম বাদী হয়ে পৃথক একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেফতারকৃত মোবারক হোসেন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

মামলার তদন্ত এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার এ রায় দিলেন আদালত।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।