ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আইন ও আদালত

যাবজ্জীবন সাজার রায় শোনার পর মারা গেলেন আ.লীগ নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১০, জুন ২৯, ২০২২
যাবজ্জীবন সাজার রায় শোনার পর মারা গেলেন আ.লীগ নেতা

সিরাজগঞ্জ: যাবজ্জীবন সাজার রায় শোনার দুই দিন পর মারা গেলেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মাস্টার (৭৮)।  

বুধবার (২৯ জুন) উপজেলার মনসুর নগর ইউনিয়নের শালগ্রামের নিজ বাড়িতে সাবেক ওই ইউপি চেয়ারম্যানর মৃত্য হয়।

 

আব্দুর রাজ্জাক মাস্টার একই ইউনিয়নের বারইমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পরে মনসুর নগর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।  

মরহুমের বড় ছেলে লেবু সরকার এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তার বাবা আব্দুর রাজ্জাক তিন মাস ধরে অসুস্থ ছিলেন। গত এক মাস তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার বাবা স্বাভাবিক খাবারও খেতে পারেননি। বুধবার বাদ যোহর শালগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণেতার বাবার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জাতীয় সংসদের সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়সহ কাজীপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সোমবার (২৭ জুন) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক বেগম সালমা খাতুন কাজিপুরের জেল হক নামে এক কৃষককে হত্যার দায়ে আব্দুর রাজ্জাক মাস্টারসহ ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আব্দুর রাজ্জাক মাস্টারসহ তিন আসামি অনুপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুন ২৯, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।