ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আইন ও আদালত

কক্সবাজারে ২ ভাইকে ১০ বছরের জেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০২, জুন ২৯, ২০২২
কক্সবাজারে ২ ভাইকে ১০ বছরের জেল

কক্সবাজার: কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় দুই ভাইকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। এছাড়া আদেশে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডও ভোগ করার কথা বলা হয়েছে।



বুধবার (২৮ জুন) বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন।  

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকার মৃত আহমদ ছফার ছেলে নুরুল আলম (২৬) ও মহিউদ্দিন (৩০)।  

বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

২০১৮ সালের ১ মে টেকনাফে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ ওই ভাইকে আটক করে হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশ।  

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলাটির আইনি প্রক্রিয়া শেষে বুধবার রায় হয় দেওয়া হয়।  

অভিযুক্ত ওই দুই ভাই আদালতে উপস্থিত ছিলেন। আদেশে হাজত ভোগ সময় সাজা থেকে বাদ যাবে বলে উল্লেখ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুন ২৯,২০২২
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।