ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

আইন ও আদালত

ধামরাইয়ের সাবেক মেয়র নাজিম উদ্দিনের ৪ বছর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২২, জুন ৫, ২০২২
ধামরাইয়ের সাবেক মেয়র নাজিম উদ্দিনের ৪ বছর কারাদণ্ড

ঢাকা: ঢাকার ধামরাই পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিনকে চার বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (০৫ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এই রায় দেন।

রায়ে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় নাজিম উদ্দিনকে এই কারাদণ্ড দেওয়া হয়। একই ধারায় তার অবৈধভাবে অর্জিত ২৯ লাখ ১৮ হাজার টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন আদালত। এছাড়া একই আইনের ২৬(২) ধারায় এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার সময় নাজিম উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

দুদকের কৌশলী রেজাউল করিম রাজা এই তথ্য নিশ্চিত করেছেন।

জ্ঞান আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০১৯ সালের ২৩ জানুয়ারি দুদকের উপ-পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে দুদক কার্যালয়ে এই মামলা করেন। তদন্ত শেষে ২০২০ সালের ২৩ আগস্ট তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদক। এরপর বিচার শেষে রোববার আদালত এই রায় ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জুন ০৫, ২০২২
কেআই/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।