ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আইন ও আদালত

স্বর্ণ চোরাচালান মামলায় নারীর যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৮, মার্চ ১১, ২০২২
স্বর্ণ চোরাচালান মামলায় নারীর যাবজ্জীবন প্রতীকী ছবি

যশোর: স্বর্ণ চোরাচালান মামলায় পপি খাতুন ওরফে মরিয়ম নামে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) সকালে যশোরের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এম ইদ্রিস আলী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) যশোরের সিনিয়র দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতে বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত পপি খাতুন যশোরের বেনাপোলের পুটখালী গ্রামের পশ্চিমপাড়ার কামাল হোসেনের স্ত্রী। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

পিপি অ্যাডভোকেট এম ইদ্রিস আলী জানান, ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর শার্শার শিকড়ি বটতলা থেকে ১ কেজি ৫২৩ গ্রাম স্বর্ণসহ পপিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা দায়েরের পর ওই বছরের ৩১ ডিসেম্বর আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেয় পুলিশ। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার পপিকে যাবজ্জীবন ও জরিমানার আদেশ দেন বিচারক।  

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
ইউজি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।