ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

আদালতের ছুটি নিয়ে সিদ্ধান্ত বুধবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০০, নভেম্বর ১৬, ২০২১
আদালতের ছুটি নিয়ে সিদ্ধান্ত বুধবার

ঢাকা: সুপ্রিম কোর্টে আগামী বছরের ছুটির ক্যালেন্ডার অনুমোদন, অধস্তন দেওয়ানী আদালতে ডিসেম্বরের অবকাশকালীন ছুটি ও আগামী বছরের অবকাশকালীন ছুটির বিষয়ে সিদ্ধান্ত নিতে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি।

আগামী বুধবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় ভিডিও কনফারেন্সে এ ফুলকোর্ট সভা (সব বিচারপতিদের অংশগ্রহণে সভা) অনুষ্ঠিত হবে।

   

এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তির ভাষ্য মতে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে নিম্ন লিখিত আলোচ্য সূচির ওপর আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের নিমিত্ত আগামী বুধবার বিকেল ৪টায় ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্য সূচি হলো- বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২০২২ খ্রিস্টাব্দের বাৎসরিক ছুটি সম্বলিত ক্যালেন্ডার অনুমোদন, অধস্তন দেওয়ানী আদালতসমূহের ২০২১ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের অবকাশকালীন ছুটি, অধস্তন দেওয়ানী আদালতসমূহের ২০২২ খ্রিস্টাব্দের অবকাশকালীন ছুটি বিষয়ক এবং বিবিধ।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।