ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আইন ও আদালত

যুবদল-ছাত্রদলের সভাপতিসহ ২০ জনের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৩, নভেম্বর ১০, ২০২১
যুবদল-ছাত্রদলের সভাপতিসহ ২০ জনের জামিন

ঢাকা: সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের মামলায় দলটির যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকনসহ ২০ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১০ নভেম্বর) বিচারপতি মো.হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ ১২ ডিসেম্বর পর্যন্ত তাদের জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন আইনজীবী সৈয়দ নূরে আলম সিদ্দিকী।

সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বিএনপির উদ্যোগে নয়াপল্টনে ২৬ অক্টোবর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্প্রীতি মিছিলের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে বের হলে এ সংঘর্ষ হয়।  

ওই ঘটনায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও অবৈধ সমাবেশের অভিযোগে গত ২৭ অক্টোবর রাজধানীর পল্টন থানায় পুলিশ বাদী হয়ে এই মামলাটি দায়ের করে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।