ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আইন ও আদালত

শাকিলের নামে ধর্ষণ মামলা, প্রতিবেদন ২৩ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, নভেম্বর ৫, ২০২১
শাকিলের নামে ধর্ষণ মামলা, প্রতিবেদন ২৩ নভেম্বর শাকিল আহমেদ -ফাইল ছবি

ঢাকা: বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একাত্তরের হেড অব নিউজ শাকিল আহমেদের নামে ধর্ষণ এবং ভ্রূণ হত্যার অভিযোগে দায়ের করা মামলায় প্রতিবেদন দাখিলের জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

শুক্রবার (০৫ নভেম্বর) মামলার এজাহার আদালতে আসে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এজাহার গ্রহণ করে গুলশান থানা পুলিশকে এই সময়ের মধ্যে মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (নারী-শিশু) সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে এক নারীবাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। মামলার বরাত দিয়ে গুলশান থানা পুলিশ জানায়, এক নারী চিকিৎসকের সঙ্গে শাকিল আহমেদের সম্পর্ক হয়। পরে ওই নারীকে বিয়ে করার আশ্বাস দেন তিনি। সম্পর্কের একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে শাকিল কৌশলে ওই নারীর গর্ভপাত ঘটান। এরপর শাকিল তাকে আর বিয়ে করতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
কেআই/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।