ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আইন ও আদালত

এক মামলায় রফিকুল মাদানীর জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৯, নভেম্বর ৩, ২০২১
এক মামলায় রফিকুল মাদানীর জামিন

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে ময়মনসিংহে করা বিস্ফোরক আইনের এক মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. হাবিবুল গণি এবং বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দিয়ে রুল জারি করেছেন।

গত ৩০ সেপ্টেম্বর দেওয়া জামিন আদেশের খবর বুধবার (০৩ নভেম্বর) জানা গেছে। তার পক্ষে আইনজীবী ছিলেন আশরাফ আলী মোল্লা।

এর আগে ময়মনসিংহের মামলা এবং গাজীপুরের বাসন থানায় করা এক মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছিলেন রফিকুল ইসলাম। তবে আরও মামলা থাকায় তিনি জামিনে মুক্তি পাচ্ছেন না।

গত ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে আটক করে র‍্যাব। পরের দিন ৮ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন র‍্যাব। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

পরে গত ১১ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় স্থানীয় এক ব্যক্তি রফিকুল ইসলাম মাদানীর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এছাড়া আরও মামলা হয় তার বিরুদ্ধে।

রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

আরও পড়ুন: রফিকুল ইসলাম মাদানী এখন তেজগাঁও থানায়

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।