ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

ফারমার্সের রানার মামলা নিষ্পত্তির নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, অক্টোবর ২৮, ২০২১
ফারমার্সের রানার মামলা নিষ্পত্তির নির্দেশ ছবি: সংগৃহীত

ঢাকা: টাঙ্গাইলে অর্থ পাচার মামলায় ফারমার্স ব্যাংক লিমিটেডের (বর্তমানে পদ্মা ব্যাংক) ব্র্যাঞ্চ ম্যানেজার সোহেল রানার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলাটির বিচার ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট পংকজ কুমার কুণ্ডু। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন খুরশীদ আলম নিজেই।

এজাহার থেকে ঘটনার বিবরণী উল্লেখ করে আমিন উদ্দিন মানিক জানান, এসটুএস করপোরেশনের ঋণ হিসাব থেকে রাশেদুলের নামে মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করে ৯ কোটি ২৮ লাখ ৯২ হাজার ৫০০টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। তাই দুদকের উপ-সহকারী পরিচালক জয়নুল আবেদীন ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর টাঙ্গাইল মডেল থানায় রাশেদুল হক ও সোহেল রানাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ২৮,২০২১
ইএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।