ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

এজলাসে আইনজীবীর সঙ্গে পরীমনির ‌‘আলিঙ্গন’

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০২, আগস্ট ৫, ২০২১
এজলাসে আইনজীবীর সঙ্গে পরীমনির ‌‘আলিঙ্গন’ পুলিশের সঙ্গে আদালতের পথে অভিনেত্রী পরীমনি, ছবি: ডিএইচ বাদল

ঢাকা: আলোচিত অভিনেত্রী পরীমনি এজলাসে ঢুকেই ঘটালেন কাণ্ড। তার ঘনিষ্ঠ এক জুনিয়র আইনজীবীর সঙ্গে কাঠগড়া থেকেই করেন ‘আলিঙ্গন’।

সেই আইনজীবী অবশ্য নিজের নাম ও তার সঙ্গে সম্পর্ক প্রকাশ করতে রাজি হননি।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পরীমনিকে সিজেএম আদালতের নয়তলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে তোলা হয়। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়েই ওই আইনজীবীর সঙ্গে ‘আলিঙ্গন’ করেন। এরপর কয়েকজন আইনজীবী পরীমনির পক্ষে ওকালতনামায় সই নিতে চাইলে হট্টগোল হয়। এ সময় বিচারক হট্টগোলের কারণে এজলাস থেকে নেমে যান।

এরপর পরীমনির পক্ষে মজিবর রহমান, নীলাঞ্জনা রিফাত সুরভীসহ কয়েকজনকে আইনজীবী নিযুক্ত করা হয়। অপরদিকে, রাজের পক্ষে ঢাকা বারের সাবেক এজিএস সিকদার মোহাম্মদ আক্তারুজ্জামান হিমেলকে আইনজীবী নিযুক্ত করে হলে বিচারক ফের এজলাসে উঠেন। এরপর শুনানি শেষে রাত ৯টার দিকে পরীমনিসহ চার আসামির চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২১
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।