ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

২৪ ঘণ্টার মধ্যে সিআরবিতে হাসপাতাল নির্মাণ কাজ বন্ধ চেয়ে নোটিশ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৬, জুলাই ৩১, ২০২১
২৪ ঘণ্টার মধ্যে সিআরবিতে হাসপাতাল নির্মাণ কাজ বন্ধ চেয়ে নোটিশ  সিআরবি এলাকা

ঢাকা: পরিবেশ রক্ষা এবং জীব বৈচিত্র্য সংরক্ষণে ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণ কাজ বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ পাঠানো  হয়েছে।
শনিবার চট্টগ্রামের চান্দগাঁওয়ের পশ্চিম মোহরার বাসিন্দা মো.খোরশেদ আলমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো.মামুন এ নোটিশ পাঠান।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালক, পরিবেশ সচিব, রেলওয়ের প্রধান প্রকৌশলী(পূর্ব), রেলওয়ের এস্টেস অফিসার(ইস্টজোন) এবং ইউনাইটেড গ্রুপের ব্যবস্থপনা পরিচালক বরাবরে এ নোটিশ পাঠানো হয়।

নির্ধারিত সময়ের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে উচ্চ আদালতে রিট করা হবে বলে জানিয়েছেন আইনজীবী মো.মামুন।


এর আগে ১৪ জুলাই আরও দু’টি আইনি নোটিশ পাঠানো হয়েছিল।

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ট্রাস্টি আইনজীবী জিয়া হাবীব আহসানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হাসান এম এস আজিম একটি পাঠান।

অপরটি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ডরিফরম অ্যান্ড ডিভেলপমেন্ট (এএলআরডি), নিজেরা করি এবং পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর পক্ষ থেকে পাঠানো হয়েছিল।

https://www.banglanews24.com/law-court/news/bd/868495.details

বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০২১
ইএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।