ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

আমু ও তার মেয়েকে নিয়ে কটুক্তি: জামিন পাননি ছাত্রলীগ নেতা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৮, জুলাই ২৮, ২০২১
আমু ও তার মেয়েকে নিয়ে কটুক্তি: জামিন পাননি ছাত্রলীগ নেতা

ঢাকা: ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু ও তার মেয়েকে নিয়ে ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামের জামিন আবেদন কার‌্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৮ জুলাই) বিচারপতি জে বি এম হাসানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ইউসুফুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

ঝালকাঠি জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রাব্বী তার নিজের ফেসবুক আইডি ও মেসেঞ্জার থেকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও তার মেয়ে সম্পর্কে গত ৫ ডিসেম্বর রাতে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ স ম মোস্তাফিজুর রহমান মনু ৬ ডিসেম্বর রাতে ঝালকাঠি থানায় মামলা করেন।

এ মামলায় সন্দেহভাজন আসামি স্থানীয় ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামকে গত ৯ এপ্রিল গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।