ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ২৮ শাওয়াল ১৪৪৬

আইন ও আদালত

৭ম দিনে না.গঞ্জে ৭১ মামলায় দণ্ড ৮৭ হাজার টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৩, জুলাই ৭, ২০২১
৭ম দিনে না.গঞ্জে ৭১ মামলায় দণ্ড ৮৭ হাজার টাকা ৭ম দিনে না.গঞ্জে ৭১ মামলায় দণ্ড ৮৭ হাজার টাকা। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ‘লকডাউনের’ ৭ম দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিধিনিষেধ না মানায় ২৩টি ভ্রাম্যমাণ আদালতের ৭১টি মামলায় ৮৭ হাজার ৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার (৭ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক এ তথ্য জানান।

তিনি জানান, মোট ৭১টি মামলায় ৮৭ হাজার ৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে। ঘরে থাকতেই হবে, বেঁচে থাকতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘর থেকে বের না হন।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জুলাই ০৭, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।