ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

আইন ও আদালত

রিমান্ড শেষে আজিজুল হক ইসলামাবাদী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০২, মে ১১, ২০২১
রিমান্ড শেষে আজিজুল হক ইসলামাবাদী কারাগারে

ঢাকা: তিন দফায় ২৮ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে। মঙ্গলবার (১১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সবশেষ গত ৩ মে চলতি বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে বিক্ষোভের সময় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সহিংসতার ঘটনায় তাকে সাত দিনের রিমান্ডে পাঠান আদালত।  

সেই রিমান্ড শেষে আজিজুল ইসলামকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের হাটহাজারীতে র‌্যাবের যৌথ অভিযানে আজিজুল হক ইসলামবাদীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে ঘিরে সহিংসতার ঘটনায় হওয়া মামলায় পরদিন তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর গত ১৮ এপ্রিল দ্বিতীয় দফায় তার ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়।  

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মে ১১, ২০২১
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।