ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

আইন ও আদালত

সংসদ ভবনে হামলার পরিকল্পনা: গ্রেফতার দুইজন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৭, মে ৬, ২০২১
সংসদ ভবনে হামলার পরিকল্পনা: গ্রেফতার দুইজন রিমান্ডে

ঢাকা: জাতীয় সংসদ ভবনে হামলার পরিকল্পনার অভিযোগে শেরে বাংলা নগর থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধ আইনের মামলায় দুই জনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

বৃহস্পতিবার (০৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এই আদেশ দেন।



এদিন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক কাজী মিজানুর রহমান আসামিদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে বিচারক পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন৷ 

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য আল আমিন এবং ‘উগ্রবাদী’ বক্তা আলী হাসান ওসামা।

বুধবার (৫ মে) শেরে বাংলা নগর থানা এলাকা থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আল আমিনকে গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। এছাড়া হামলার পরিকল্পনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বক্তা আলী হাসান ওসামাকে রাজবাড়ী থেকে বুধবার গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মে ০৬, ২০২১
কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।