ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আইন ও আদালত

সৈয়দপুরে ভেজালবিরোধী অভিযানে বেকারি সিলগালা ও জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, মার্চ ১৫, ২০২১
সৈয়দপুরে ভেজালবিরোধী অভিযানে বেকারি সিলগালা ও জরিমানা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ভেজালবিরোধী অভিযানে একটি বেকারি সিলগালা করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ মার্চ) দুপুরে সৈয়দপুর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সৈয়দপুরের টিআর রোডে অবস্থিত আর এল প্রাইভেট লিমিটেড নামে একটি বেকারিতে উৎপাদিত পণ্যের গায়ে বিএসটিআইয়ের লাইসেন্স নম্বর না থাকায় এবং বিভিন্ন ব্রান্ডের পণ্য নকল করায় ওই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করে কারখানা সিলগালা করা হয়।

অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) রংপুর বিভাগীয় ফিল্ড অফিসার (সিএম) মো. দেলোয়ার হোসেন ও সৈয়দপুর থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।