ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আইন ও আদালত

জামালপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪১, মার্চ ১৪, ২০২১
জামালপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড প্রতীকী

জামালপুর: জমি নিয়ে দ্বন্দ্বে জামালপুরে বাবাকে হত্যার দায়ে ছেলে সবুজ মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৪ মার্চ) দুপুরে জামালপুরের দায়রা জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খান এ রায় দেন।

 

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) নির্মল কান্তি ভদ্র বাংলানিউজকে জানান, জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৈডোলা শাহবাজপুর গ্রামে বাবা ইমান আলীর (৮০) সঙ্গে জমি-জমার অংশ নিয়ে দ্বিতীয় ছেলে সবুজ মিয়ার (৪১) দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি দুপুরে ইমান আলী বাড়ির অদূরে জমি দেখতে গেলে সবুজ যায় এবং তাকে জমি লিখে দিতে বাবাকে চাপ দেন। সে সময় জমি লিখে দিতে অস্বীকার করলে বাবাকে মারধর করে মাটিতে ফেলে দেয় সবুজ। খবর পেয়ে বড় ছেলে বাদল মিয়া স্থানীয়দের সহযোগিতায় ইমান আলীকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।  

এ ঘটনায় বাদল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় ২২ জন সাক্ষীর মধ্যে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামি সবুজকে ফাঁসিতে ঝুলিয়ে রেখে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।