ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

আইন ও আদালত

পাকুন্দিয়ায় এগারসিন্দুর কোল্ড স্টোরেজকে ৩ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৯, মার্চ ১০, ২০২১
পাকুন্দিয়ায় এগারসিন্দুর কোল্ড স্টোরেজকে ৩ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর সংরক্ষণ করার দায়ে এগারসিন্দুর কোল্ড স্টোরেজকে তিন লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (১০ মার্চ) সন্ধ্যার দিকে র‌্যাপিড অ্যাকশন (র‌্যাব)-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান এ তথ্য জানান।

 

এর আগে বুধবার (১০ মার্চ) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান বাংলানিউজকে জানান, রমজান মাসে বিক্রির জন্য এগারসিন্দুর কোল্ড স্টোরেজে অস্বাস্থ্যকর পরিবেশে প্রায় ১৫ মেট্রিক টন খেজুর মজুদ রাখা হয়। খবর পেয়ে বুধবার দুপুরে কোল্ড স্টোরেজটিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান কোল্ড স্টোরেজটির ম্যানেজার মো. মাজহারুল ইসলামকে তিন লাখ টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।