ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আইন ও আদালত

আগাম জামিন চেয়েছেন লেকহেডের মালিক মতিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৪, নভেম্বর ৮, ২০২০
আগাম জামিন চেয়েছেন লেকহেডের মালিক মতিন

ঢাকা: অর্থ পাচার মামলায় লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিন হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন।

রোববার (৮ নভেম্বর)  বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য সোমবার (৯ নভেম্বর) দিন রেখেছেন।

আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী এবিএম আলতাফ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন (মানিক) ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা।

পরে আমিন উদ্দিন মানিক জানান, তার বিরুদ্ধে ৩ কোটি ৩ লাখ টাকা অর্থ পাচারের অভিযোগে ২ নভেম্বর গুলশান থানায় মামলা দায়ের করা হয়।

এ মামলায় হাইকোর্ট আগামীকাল (সোমবার) আদেশ না হওয়া পর্যন্ত তাকে গ্রেফতার না করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে  মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।