ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আইন ও আদালত

পিচ্চি হেলালের সহযোগীসহ তিনজন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪০, জুন ২৮, ২০২০
পিচ্চি হেলালের সহযোগীসহ তিনজন রিমান্ডে

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সহযোগী মফিজ উদ্দিন মফিসহ তিন মাদক ব্যবসায়ীর একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৮ জুন) ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এই রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে পাঠানো অপর দুই আসামি হলেন, আনোয়ার ও আরিফ।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-প‌রিদর্শক (এসআই) হাসানুর রহমান আসামিদের আদালতে হাজির করে অস্ত্র আইনের মামলায় ৫ দিন করে রিমান্ড আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

শনিবার (২৭ জুন) রাতে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে অস্ত্র-গুলিসহ তাদের গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২ এর একটি দল।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ২৮, ২০২০
কেআই/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।