ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আইন ও আদালত

করোনা সাসপেক্টেড গর্ভবতীদের টেস্টে অগ্রাধিকারের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, জুন ১, ২০২০
করোনা সাসপেক্টেড গর্ভবতীদের টেস্টে অগ্রাধিকারের নির্দেশ

ঢাকা: করোনা সাসপেক্টেড গর্ভবতী নারীদের অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯ পরীক্ষা ও চিকিৎসার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। 

সোমবার (১ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চ্যুয়াল হাইকোর্ট এক রিট আবেদনের শুনানি নিয়ে এ নির্দেশ দেন।
 
আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার মো. তানভীর আহমেদ।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
 
তানভীর আহমদে জানান, গর্ভবতী নারীদের সুচিকিৎসার লক্ষ্যে যারা সাসপেক্টেড তাদের অগ্রাধিকারভিত্তিতে কোভিট-১৯ টেস্ট করার আদেশ দিয়েছেন আদালত।
 
ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার বলেন, গর্ভবতী নারীদের অগ্রাধিকারভিত্তিতে কোভিড-১৯ পরীক্ষা ও তাদের চিকিৎসা দিতে বলা হয়েছে।  
 
তানভীর আহমেদের বলেন, গত ১ মে সাতক্ষীরা, ২১ মে গাজীপুর ও ২৬ মে গাইবান্ধার তিনটি ঘটনা গণমাধ্যমে এসেছে। যেখানে দেখা গেছে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে গিয়েও তারা চিকিৎসা পাননি। হাসপাতালের বাইরে ভ্যানের উপর সন্তান প্রসবের ঘটনাও ঘটেছে। এজন্য জনস্বার্থে হাইকোর্টের দ্বারস্থ হয়েছি।

বাংলাদেশ সময়:১৯৪৪ ঘণ্টা, জুন ০১,২০২০
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।