ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আইন ও আদালত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, মার্চ ১৭, ২০২০
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ছবি: বাংলানিউজ

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রের আইন কর্মকর্তারা।

মঙ্গলবার (১৭ মার্চ) বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, মো. মোমতাজ উদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, একেএম আমিন উদ্দিন মানিক, আনোয়ারা শাহজাহান, জান্নাতুল ফেরদৌসে রুপা, মো. তাহেরুল ইসলাম, কাজী শাহানারা ইয়াসমিন, মো. সাইফুদ্দিন খালিদ, গিয়াস উদ্দিন আহমেদ, তুষার কান্তি রায়, মোজাম্মেল হক রানা, বশির উল্যাহ, কেএম মাসুদ রুমী, সুজিত চ্যাটার্জী বাপ্পি, কাজী মাইনুল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।