ঢাকা, বুধবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

আইন ও আদালত

ফাহাদ হত্যা: জবান‌ব‌ন্দি দিলেন গার্ড ও ক্যান্টিন বয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৮, অক্টোবর ২২, ২০১৯
ফাহাদ হত্যা: জবান‌ব‌ন্দি দিলেন গার্ড ও ক্যান্টিন বয় আবরার ফাহাদ

ঢাকা: বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা হামলায় সাক্ষী হি‌সে‌বে দু’জন আদাল‌তে জবানব‌ন্দি দি‌য়ে‌ছেন। এই দু’জন হ‌লেন- বু‌য়ে‌টের শেরেবাংলা হলের সিকিউরিটি গার্ড মোস্তফা ও ক্যান্টিন বয় জাহিদ হোসেন জনি।

সোমবার (২১ অ‌ক্টোবর) ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট সারাফুজ্জামান আনছারী ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় এই দুই সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন।

এর আ‌গে সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির লালবাগ জো‌নের প‌রিদর্শক ওয়াহিদুজ্জামান মামলার সুষ্ঠু তদন্তের স্বা‌র্থে তা‌দের জবানব‌ন্দি গ্রহ‌ণের জন্য আদাল‌তে আ‌বেদন ক‌রেন।

গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগ নেতাদের নির্দয় পিটুনির শিকার হয়ে মারা যান বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ।

এ ঘটনায় পরদিন নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

এ মামলায় এজাহারভুক্তসহ মোট ২০ জন‌কে গ্রেফতার ক‌রে‌ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনী। যার মধ্যে বেশ ক‌য়েকজন ঘটনায় সং‌শ্লিষ্টতার বিষ‌য়ে স্বীকা‌রো‌ক্তিমূলক জবানব‌ন্দি দি‌য়ে‌ছেন।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
কেআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।