ঢাকা, বুধবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

আইন ও আদালত

ফাহাদ হত্যা: ফের রিমান্ডে তানভীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৩, অক্টোবর ১৭, ২০১৯
ফাহাদ হত্যা: ফের রিমান্ডে তানভীর

ঢাকা: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় দ্বিতীয় দফায় খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীরকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এই রিমান্ড মঞ্জুর করেন।

গত ৮ অক্টোবর তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।

পরে ১৩ অক্টোবর রিমান্ড চলাকালে তাকে কারাগারে পাঠান আদালত।

এরপর ১৫ অক্টোবর তানভীরের ফের সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির লালবাগ জোনের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আদালত দ্বিতীয় দফায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চলতি মাসের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের কিছু নেতাকর্মীর হাতে নির্দয় পিটুনির শিকার হয়ে মারা যান বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ।

এই ঘটনায় পরদিন নিহত ফাহাদের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
কেআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।