ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আইন ও আদালত

খাগড়াছড়িতে স্ত্রীর মামলায় স্বামীর ১০ বছরের দণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪১, অক্টোবর ৬, ২০১৯
খাগড়াছড়িতে স্ত্রীর মামলায় স্বামীর ১০ বছরের দণ্ড

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় স্বামী মো. রফিককে (৫২) ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। 

রোববার (৬ অক্টোবর) বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন। প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত রফিক খাগড়াছড়ি শহরের মাস্টারপাড়া এলাকার মৃত হাজী হাছিউর রহমানের ছেলে। রায় ঘোষণার সময় আসামি রফিক আদালতে উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০১৮ সালের ২২ এপ্রিল নিজ বাসায় যৌতুকের দাবিতে স্ত্রী আনোয়ারা বেগমকে মারধর করে তার স্বামী রফিক। এ ঘটনায় আনোয়ারা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় স্বামী রফিককে আসামি একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই বছরের ২১ মে তদন্ত শেষে রফিককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

 বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন কবির এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
এডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।