ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আইন ও আদালত

মহিলা দলের নেত্রী রাজিয়ার জামিন নামঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১০, সেপ্টেম্বর ১৮, ২০১৯
মহিলা দলের নেত্রী রাজিয়ার জামিন নামঞ্জুর

ঢাকা: রাজধানীর বংশাল থানায় বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রাজিয়া আলিমের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান শুনানি শেষে এই আদেশ দেন।  

আদালতে রাজিয়া আলিমের পক্ষে শুনানি করেন তার মেয়ে অ্যাডভোকেট রাশেদা আলীম ঐশীসহ কয়েকজন আইনজীবী।

অপরদিকে বংশাল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা হেলাল উদ্দিন জামিন আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।  

গত ১১ সেপ্টেম্বর দুপুরে বংশাল থানা পুলিশ রাজিয়া সুলতানাকে গ্রেপ্তার করে। পরদিন ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, ২০১৮ সালের ৬ সেপ্টেম্বরে রাজিয়ার বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা হয়। বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাইদ চৌধুরী মামলার তদন্ত করে গত ৩০ জুন রাজিয়া সুলতানাসহ ২৫ বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।