ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আইন ও আদালত

শিক্ষিকার শ্লীলতাহানির দায়ে অধ্যক্ষের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১১, জুলাই ১৮, ২০১৯
শিক্ষিকার শ্লীলতাহানির দায়ে অধ্যক্ষের কারাদণ্ড

কুষ্টিয়া: কুষ্টিয়ায় কলেজ শিক্ষিকার শ্লীলতাহানি মামলায় একই কলেজের অধ্যক্ষের ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- কুষ্টিয়া শহরের মিলপাড়ার বাসিন্দা ও সৈয়দ মাছুদ রুমী কলেজের অধ্যক্ষ চৌধুরী নুরুদ্দিন সেলিম ওরফে সজল চৌধুরী (৫২)।

 

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩০ মার্চ দুপুরে সৈয়দ মাছুদ রুমী কলেজের এক শিক্ষিকাকে নারী কমনরুমের ওয়াশরুমে একা পেয়ে একই কলেজের ওই অধ্যক্ষ শ্লীলতাহানি ঘটান। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা নিজেই বাদী হয়ে পরের মাস এপ্রিলের ৭ তারিখ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনে কুষ্টিয়া মডেল থানায় শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে পুলিশ একই বছরের ১৩ আগস্ট আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।  

পরে দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার আসামির উপস্থিতিতে এ রায় দেন বিচারক।  

আদালতের সরকারি কৌঁসুলী (পিপি) আকরাম হোসেন দুলাল বাংলানিউজকে এ তথ্য জানান।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।