ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আইন ও আদালত

নাজমুল হুদার দুর্নীতির মামলা তদন্তের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৯, জুলাই ৮, ২০১৯
নাজমুল হুদার দুর্নীতির মামলা তদন্তের নির্দেশ ব্যারিস্টার নাজমুল হুদা/সংগৃহীত

ঢাকা: সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক মামলার তদন্ত চার মাসের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মামলা বাতিলে নাজমুল হুদার এক আবেদন নিষ্পত্তি করে সোমবার (০৮ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে নাজমুল হুদা নিজেই শুনানি করেন।

দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।  

পরে খুরশীদ আলম খান বাংলানিউজকে বলেন, ২০০৮ সালের ১৮ জুন রাজধানীর মতিঝিল থানায় নাজমুল হুদা দম্পতির বিরুদ্ধে যমুনা সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মামলাটি করে দুদক।

পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে হাইকোর্ট মামলাটি বাতিল করে রায় দেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করেন।

২০১৭ সালের ৭ জুন আপিল বিভাগ হাইকোর্টের ওই সিদ্ধান্ত বাতিল ঘোষণা করেন।

এ মামলা চলতি বছরের মার্চে তারা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন উল্লেখ করে খুরশীদ আলম খান আরও বলেন, এ অবস্থায় ব্যারিস্টার নাজমুল হুদা মামলা বাতিলে আবেদন করেছিলেন। আজ শুনানি শেষে আদালত তার আবেদন নিষ্পত্তি করে ৪ মাসের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দিতে দুদককে নির্দেশ দিয়েছেন। এছাড়া মামলায় তার জামিনের ওপর মঙ্গলবার (০৯ জুলাই) শুনানি হবে।  

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৯
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।