ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আইন ও আদালত

ইসির মামলায় আদালতে হাজিরা দিলেন এমপি বেলাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৯, জুলাই ১, ২০১৯
ইসির মামলায় আদালতে হাজিরা দিলেন এমপি বেলাল

নেত্রকোণা: নির্বাচন কমিশনের (ইসি) দায়ের করা মামলায় নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) ওয়ারেসাত হোসেন বেলাল আদালতে হাজিরা দিয়েছেন।

সোমবার (০১ জুলাই) বিকেল ৩টা ১৫ মিনিটে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-২ মাহমুদুল ইসলামের আদালতে হাজির হয়ে এমপি বেলাল জামিন আবেদন করলে তা মঞ্জুর করা হয়।

এমপি বেলালের আইনজীবী মোহাম্মদ শহিদুল্লাহ্ বাংলানিউজকে বলেন, গত রোববার (১৬ জুন) বিকেলে নেত্রকোণার পূর্বধলা থানায় জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মোতাহ্সিম এমপি বেলালের বিরুদ্ধে মামলা করেন।

 

জানা যায়, পঞ্চমবারের প্রথম ধাপে (১০ মার্চ) অনুষ্ঠিত হয়ে যাওয়া পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তার ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে এমপি বেলালের বিরুদ্ধে। পরে নির্বাচনের দুইদিন আগে (০৮ মার্চ) নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন- যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন (নৌকা) আর যুবলীগ নেতা মাছুদ আলম তালুকদার টিপু (আনারস)।  

স্থগিত হওয়া নির্বাচন দ্বিতীয় ধাপে মঙ্গলবার (১৮ জুন) অনুষ্ঠিত হয়। এতে নৌকার পক্ষে ৫৮ হাজার ৫৮ ভোট পেয়ে জয় ছিনিয়ে আনেন সুজন। অপরদিকে, আনারস প্রতীকের প্রার্থী টিপু ৩৪ হাজার ৬০৭ ভোট পেয়ে পরাজিত হন। বিজয়ী সুজন এরআগেও একই পরিষদে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সুচারুভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ০১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।