ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আইন ও আদালত

মাদক মামলায় যুবকের ১২ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৭, জুন ১৮, ২০১৯
মাদক মামলায় যুবকের ১২ বছরের কারাদণ্ড ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালত।

ঝালকাঠি: ঝালকাঠিতে মাদক মামলায় এক যুবককে ১২ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত কোবিন্দ্র মালাকার ওরফে গোবিন্দ (৪০) ঝালকাঠি শহরের সাধনার মোড় এলাকার মৃত অনিল চন্দ্র মালাকরের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৫ জুন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর একটি দল অভিযান চালিয়ে ঝালকাঠি শহরের শীতলা খোলা এলাকা থেকে ২০৫ পিস ইয়াবাসহ কোবিন্দ্রকে আটক করে। এ ঘটনায় র‌্যাব-৮ এর তৎকালীন ডিএডি কামরুল ইসলাম ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। ওই বছরের ১৮ জুলাই ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক নয় জনের সাক্ষ্যগ্রহণ শেষে কোবিন্দ্রকে ১২ বছরের কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় কোবিন্দ্র আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মান্নান রসূল। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট নাসির উদ্দিন কবির।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।