ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আইন ও আদালত

ঢাকায় বৃহত্তর নোয়াখালীর আইনজীবীদের সাধারণ সভা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০২, এপ্রিল ২৮, ২০১৯
ঢাকায় বৃহত্তর নোয়াখালীর আইনজীবীদের সাধারণ সভা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: নোয়াখালী, লক্ষ্মীপুর ও  ফেনী জেলার ঢাকাস্থ আইনজীবীদের সম্মিলিত সংগঠন এনএলএফ ল'ইয়ার্স সলিডারিটির সাধারণ সভা  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭  এপ্রিল)  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনেরশহীদ শফিউর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক  প্রধান বিচারপতি মো. রুহুল আমিন।

বক্তব্য রাখেন সাবেক বিচারপতি এএফএম আলী আজগর ও সাবেক  বিচারপতি আবদুল আউয়াল, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ, বর্তমান সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আইনজীবী আব্দুন নুর দুলাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আসাদ উল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন এম এন জামান ও একেএম আমিন উদ্দিন মানিক।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
ইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।